December 1, 2023, 1:09 pm
মোঃ মিজানুর রহমান
শিবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আগাম গণসংযোগ ও প্রচারণা শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা।
আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের একাধিক সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ইতিমধ্যে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন।
নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা নিজ নিজ দলের নেতাদের সঙ্গে বিভিন্ন ভাবে যোগাযোগ চালাচ্ছেন। সব এই আলোচনা হচ্ছে কে পাচ্ছেন মেয়র পদে আ’লীগের মনোনয়ন। সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেদের পরিচিতি পাইয়ে দেওয়ার জন্য শিবগঞ্জ পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে ভোটারদের সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।
আবার কেউ পৌরসভা নির্বাচন এলাকায় বিভিন্ন গ্রামে মহল্লায় পাড়ায় ওয়ার্ডে ছোট ছোট সভা করে ভোটার কর্মী ও সমর্থকদের সংগঠিত করছেন। শিবগঞ্জ পৌরসভা উন্নয়নের ভোটারদের নানা নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন।