December 1, 2023, 1:32 pm
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। বুধবার ২৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি বাস তল্লাশি করে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, ঠাকুরগাঁও জেলার রানিশংকর উপজেলার ভবানন্দপুর গ্রামের সুরুল মিয়া (৪৮) ও বামনবাড়ী গ্রামের ফয়সাল হোসেন (৩৮)। বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিআরটিসি বাস তল্লাশী চালানো হয়। এতে ১৪০ বোতল ফেনসিডিলসহ দুই জন গ্রেপ্তার হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
#