December 1, 2023, 11:35 pm
সাজু আহমেদ- স্টাফ রিপোর্টার, নীলফামারী: “খুব শিঘ্রই উদ্বোধন হতে চলেছে নীলফামারীর চিলাহাটি- হলদিবাড়ী রেল যোগাযোগ” করোনা মহামারী কালীন সময়ে ডাক্তার, পুলিশ এর পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সম্মক যোদ্ধা হিসেবে আখ্যা দিয়ে, আজ বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের মাঝে প্রথম পর্যায়ে করোনাকালীন প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন এম,পি৷
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও প্রেসক্লাব এর আয়োজনে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন এম,পি৷ প্রধান আলোচক হিসেবে ভিডিও ভার্চ্যুয়ালে অংশ গ্রহণ করেন নীলফামারী-২ আসনের সাংসদ ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এম,পি,৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোকলেসুর রহমান (বিপিএম.পিপিএম),জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মমতাজুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন’র সাবেক জনকল্যাণ সম্পাদক মেহেদী হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দিপক চক্রবর্তী সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকটনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেন, নীলফামারী চিলাহাটি হতে হলদিবাড়ী রেল যোগাযোগ বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবসের যে কোন একটি দিবসে এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হবে। নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিক মানে উন্নতি করা সহ সেখানে কোচ তৈরীর কারখানা নির্মান করা হবে। চিলাহাটি ষ্টেশনকে একটি আধুনিক মানের ষ্টেশন সহ সেখানে রেষ্ট হাউস ও কাস্টস অফিস স্থাপন করা হবে। তিনি আরো বলেন নীলফামারীর বাসির দীর্ঘদিনের দাবী সকালে ঢাকাগামী একটি ট্রেন চালুর। এসময় তিনি আশ্ব্স্ত করেন চিলাহাটি হলদি বাড়ী রেলপথ উদ্ধোধনের সাথে সাথেই নীলফামারী হতে ঢাকাগামী আরোও একটি ট্রেন চালু করা হবে।
এদিকে, দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের করোনায় সম্মক যোদ্ধা হিসেবে আখ্যা দিয়ে প্রনোদনা প্রদান করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এ অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ গনমাধ্যামে কর্মরত সংবাদকর্মীরা৷