October 2, 2023, 5:28 am
নাজমুল হোসাইন,
দৈনিক সকলের বার্তা।
মোঃ শাহিন, পটুয়াখালী, কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের অধিবাসী। জটিল মায়োপ্যাথী রোগে আক্রান্ত। তার চিকিৎসার ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করেছে ইটবাড়িয়ান সোসাইটি নামের একটি সংস্হা।
গতকাল শাহিনের উন্নতর চিকিৎসার জন্য আমতলী থেকে লঞ্চযোগে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। আজ সকালে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।তাহার পরিবার বর্গ তার সুস্হতার জন্য সকলের কাছে দোয়া প্রাথর্না করেছেন।