September 25, 2023, 3:07 am
মোঃ আশরাফুল আলম ক্রাইম রিপোর্টার,ফুলবাড়ী(দিনাজপুর):
দিনাজপুরের ফুলবাড়ীর শালিকা শরিফা বানুর ধর্ষন মামলায় দুলাভাই রাজু মিয়া(২৫) নামে এক ধর্ষনকারীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
আটক ধর্ষনকারী রাজু মিয়া নবাবগঞ্জ উপজেলার শাহাবাজপুর কাতলমারী গ্রামের আজিমুল হক এর পুত্র।
মামলা সুত্রে জানা যায়, ধর্ষোক রাজু মিয়া একই গ্রামের নুর ইসলামের পুত্র রাসেল মিয়া (২২) এর সহযোগীতায় ফুলবাড়ীতে বাদিনীর বাসায় এসে বলে তার খালাতো বোন অসুস্থ্য সেকারনে তাকে তার খালাতোন ডেকে পাঠিয়েছে। বাদিনী পরিবারের সাথে কথা বলে ঐদিন তার বোন জামাই রাজুর সাথে তার খালাতো বোনের বাসায় রওনা দেন। কিন্তু রাজু মিয়া তার বাড়ীতে না নিয়ে শাহাবাজপুর কাতলমারি রাসেলে বাড়ীতে উঠান। সেখানে কেউ না থাকায় সে বাদিনীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে নির্জন ঘরে তাকে ধর্ষন করে। এবং ধর্ষনের বিষয়ে কাউকে না বলতে নিষেধ করেন। পরে সেখান থেকে বাদিনীকে ভ্যান যোগে তার বাড়ী ফুলবাড়ীতে পাঠিয়ে দেন।
বাদিনী শরিফা বানু তার সাথে ঘটে যাওয়া ঘটনা পরিবারকে খুলে বলেন এবং ফুলবাড়ী থানায় একটি ধর্ষন মামলা দ্বায়ের করেন যার মামলা নং ২৫। তারিখ ০৫/০৭/২০২৩ইং । মামলার পর থেকে আসামী রাজু ও রাসেল পালাতক ছিলো। যা গত ১৮ সেপ্টেম্ব সোমবার বিকালে বিশেষ অভিযান চালিয়ে নবাবগঞ্জ থানা পুলিশ তাদেরকে আটক করেন।