December 1, 2023, 2:00 pm
স্টাফ রিপোর্টার, বাবলু মিয়া:
কোটচাঁদপুর উপজেলা সহ-দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন, কোটচাঁদপুর উপজেলার কৃতি সন্তান ২নং দোড়া ইউনিয়ন কৃতি সন্তান জনাব মোঃ সাইফুল ইসলাম সপন।শারদীয় দূর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুঁট থাকার প্রত্যাশা ব্যক্ত করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন,এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আর ঝিনাইদহ জেলা সহ-দেশ হচ্ছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের এক অনন্য উদাহরণ। আমরা যে যেই ধর্মেরই অনুসারী হইনা কেন, এই রাষ্ট্রটা আমাদের সবার। বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্ট্রে পরিণত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যার ফলে বৈশ্বিক স্বাস্থ্য দুর্যোগ নভেল কোভিড-১৯ ভাইরাস তথা করোনার মধ্যেও এদেশে সকল ধর্মের মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও স্বাচ্ছন্দ্যে নিজেদের ধর্মীয় উৎসব উদযাপন করছেন ।নেতৃদ্বয়, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালনের জন্যে সকলের প্রতি আহ্বান জানান।