September 25, 2023, 4:23 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
প্রতিনিয়তই গণসংযোগ করছেন মনোনয়ন প্রত্যাশী ”ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন “সুশৃঙ্খল সমাজ গঠনের প্রত্যয়ে, মিলেমিশে কাজ করবো একসাথে” শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে জেলা পুলিশ গোপালগঞ্জ এর নিরাপত্তাজনিত আলোচনা সভা’ নন্দীগ্রামে মুকুল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৬ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ঝিনাইদহে বিকাশ, রকেট, নগদ, উপায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার রাস্তা প্রশস্তকরণ সম্পন্ন হলে পাল্টে যাবে মহাদেবপুর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সুদের টাকা দিতে না পারায় কৃষককে শিকলে বেঁধে নির্যাতনকারী, গ্রেফতার ০১ ডিবি পুলিশের অভিযানে গাঁজা,ইয়াবা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ

মো.আশরাফুল আলম ক্রাইম রিপোর্টার ফুলবাড়ী দিনাজপুর:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট( শনিবার )সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ তমাল। এতে বক্তব্য প্রদান করেন- সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, মঞ্জুরায় চৌধুরী, ফুলবাড়ী থানার ওসি ( তদন্ত) মো. শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম , উপজেলা শিক্ষা অফিসার মোছা. হাসিনা ভূঁইয়া, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, রুদ্রাণী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাদেকুল ইসলাম, আ’লীগ নেতা ক্রীড়া সংগঠক সৈয়দ হাসান মেহেদী রুবেল,মো. আশফাক হোসেন, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের জেলা কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ও মানবাধিকারকর্মী ক্রাইম রিপোর্টার মো. আশরাফুল আলম প্রমুখ।

এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা পূর্বে ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের স্মরণে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে এক প্রীতিফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামাল ১৯৪৯ সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালে ১৫ আগস্ট কালরাতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শহীদ হন। ঢাকা শাহীন স্কুল থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সেনাবাহিনীতে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতা অর্জনের পর আবার তিনি শিক্ষাজীবন শুরু করেন; ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তিনি ছায়ানটের সেতারাবাদন বিভাগেরও ছাত্র ছিলেন। আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতাও ছিলেন শেখ কামাল।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com