October 1, 2023, 3:06 pm

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে পার্বতীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং উঠান বৈঠক বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা যিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে সত্যিকারে কর্মঠ, তাঁর সামনে কোন কিছুই বাধা হতে পারে না নাটোর গুরুদাসপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার নাটোর গুরুদাসপুরে গৃহবধূ খুনের ঘটনায় ০৩ দিন পেরিয়ে গেলেও ঘাতক স্বামী এখনো পলাতক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৩,৫,৬,ও ৭ ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিল সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হাকিমপুর হিলিতে অসহায় মহিলাকে শারীরিক নির্যাতন, অভিযুক্ত সাবেক স্বামী,দেবর, ভাসুর, শ্বশুড়

লোহাগড়ায় আগুনে পুড়ে ছাই দুই পরিবারের বসত বাড়ি, তিন লক্ষ টাকার ক্ষতি

মিশকাতুজ্জামান নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় দুই পরিবারের বসতঘর এবং ঘরে থাকা নগদ অর্থসহ তিন লক্ষাধীক টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধার আগে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা মধ্যপাড়া গ্রামের মিরাজ শেখ এবং মনির শেখের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তারা ওই গ্রামের মৃত ফুল মিয়া শেখের ছেলে। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য এবং এলাকাবাসীদের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার আছরের নামাজের পর রান্না ঘরে রান্না শেষে মনির শেখের পরিবার প্রতিবেশির বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেয়। এ সময় জানতে পারে তাদের বসত ঘরে আগুন লেগেছে। তাৎক্ষনিক এলাকাবাসীদের সহযোগিতায় প্রায় দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও দুইটি ঘর এবং ঘরে থাকা নগদ টাকা, চাল, ধান, ব্যবহৃত পোশাকসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্থ মনির শেখ বলেন, আমরা দুইটি ভাই কোন ভাবে পরের জমি চাষ করে সংসার চালাই। আমাদের দুইটি ঘর ছাড়া আর কিছুই নেই। এক মাত্র মাথা গোজার যেটুকু আশ্রয় ছিল তাও সর্বনাশা আগুনে পুড়ে ছাই হয়ে গেল।
প্রতিবেশি কিবরিয়া, লিলি বেগম, এবং লিটু শেখ বলেন, মুহুর্তের আগুনে দুই ভাইয়ের বসত ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তাদের এখন গাছতলায় থাকা ছাড়া কোন পথ নেই। আমাদের প্রত্যাশা সরকারের পক্ষ থেকে অতিদ্রæত পরিবার দুইটিকে সার্বিক ভাবে সহযোগিতা করে পুনর্বাসন করবে।
কি ভাবে আগুন লেগেছে এমন প্রশ্নের জবাবে প্রতিবেশি লিলি বেগম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রান্না ঘরের চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com