September 23, 2023, 1:08 am
মোঃ রাসেল ইসলাম,
লালামনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে “আমরা ক’জন” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাস এর বিস্তার রোধে জনসচেতনামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেন।
বুধবার (২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে লালামনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর,
বুড়ির বাজার,সহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরন কর্মসূচি পালন করেন “আমরা ক’জন”
সেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
“আমরা ক’জন” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উপদেষ্টা শাহিন আলম জানান, দেশের এ ক্লান্তিলগ্ন শুরু থেকেই আমাদের সংগঠন কাজ করে অাসছে। আগামীতে কাজ করে যাবে। এবং পরবর্তী সময়ে ও সামাজিক কার্যক্রমে আরো বেশি সম্পৃক্ত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, “আমরা ক’জন” স্বেচ্ছাসেবী সামাজিক সংগনঠনের উপদেষ্টা শাহিন আলম সহ সংগঠনের অনান্য সদস্যরা।