October 1, 2023, 3:40 pm
মোঃ রাসেল ইসলাম,
লালামনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এলাকায় পুকুর থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানাযায়, নুরজাহান বেগমের সাথে গুড়িয়াদহ (বুদার বাশের তল) এলাকার রিপন মিয়ার সাথে ৪/৫ মাস আগে বিয়ে হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক বিয়ে দেয় তার পরিবার। এসময় মেয়ে শারীরিক ভাবে অসুস্থ ছিল বলেও জানা যায়।
নুরজাহান বেগম বুড়ির হাট উচ্চ বিদ্যালয়ের দশম শেনীর ছাত্রী। পিতাঃ মৃত নায়েব আলী,মাতাঃ মৃত খোতেজা বেগম,মহেন্দ্রনগর ইউনিয়নের চিনি পাড়া গ্রামের বাসিন্দা।
নুরজাহান বেগম স্বামীর বাড়িতে থাকাকালীন শারীরিক ভাবে অসুস্থ হলে ৬/৭ দিন পূর্বে বাবার বাড়ি আসে।গতকাল রাতে স্বামী রিপন মিয়া স্ত্রীর সাথে দেখা করতে আসে। শশুর বাড়িতে স্ত্রীর সাথে রাতে এক সাথেই ঘুমান। কিন্তু হঠাৎ আনুমানিক রাত ৩ টার দিকে, রিপন মিয়া দেখেন পাশে স্ত্রী নেই। পরে শশুর বাড়ির লোক সহ অনেক খোঁজা খুঁজির পর বাড়ি থেকে ২৫০/৩০০ মিটার দুরে পাশের এক পুকুরে লাশ দেখতে পান। এতে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসেন। পরে পুলিশ এসে লাশ পানি থেকে উদ্ধার করে মর্গে পাঠান।