October 1, 2023, 4:14 pm
মোঃ রাসেল ইসলাম,
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজারে আগুনে পুড়ে ছাই এগারো টি দোকান। আজ সকাল ছয়টা ত্রিশ মিনিটের দিকে বুড়ির বাজারের হক মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হক মার্কেটে স্থানীয় ডিস কন্ট্রোল রুমে প্রথম আগুন লাগে। এরপর মূহুর্তে আগুন ছড়িয়ে পরে মার্কেটের অন্য দোকান গুলোতে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে ফায়ার সার্ভিস কর্মীরা। সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
ফায়ার সার্ভিস এর উপ- পরিচালক সাহেদুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে তারা মনে করছেন ডিস কন্ট্রোল রুমে সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং এতে প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।