October 1, 2023, 4:00 pm
মোঃ শোভন আহম্মেদ সবুজ, (রুপগন্জ)নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে যদি কেউ ভুয়া আইডি খুলে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নামে মিথ্যা অপপ্রচার চালায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রুপগন্জের কোনো দোকানে ভেজাল পণ্য বা হোটেলে মানহীন ভেজাল খাদ্য বিক্রির অভিযোগ পাওয়া গেলে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেয়া হবে এমনটাই জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান ও রুপগন্জ থানার ওসি (তদন্ত) মোঃ জসিম উদ্দিন।
রুপগন্জ উপজেলা মিলনায়তনে কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বাহিনীর মাসিক সভায় এসব কথা জানান রুপগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান। তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জায়েদা আক্তার,রুপগন্জ থানার তদন্ত ওসি মোঃ জসিম উদ্দিন, দাউদ পুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম,তারাবো পৌরসভার প্যানেল মেয়র আমির হোসেন, এবং রুপগন্জ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
এসময় ইউএনও শাহ নুসরাত জাহান বলেন মাদক নিয়ন্ত্রণ এ , বাল্যবিবাহ রোধে, এবং পারিবারিক সমস্যার নিস্পতি করার জন্যে সংবাদ কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক,সহ সমাজের সকল সচেতন মহল সবাই মিলে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।তিনি আরো বলেন ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নিয়ন্ত্রণ কঠোর হস্তে দমন করা হবে।