December 1, 2023, 1:23 pm
রুপগন্জে ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপ আরো ভয়ংকর পর্যায়ে।
মোঃ শৌভন আহম্মেদ সবুজ,রুপগন্জ, নারায়ণগঞ্জ:
রুপগন্জের ভূলতা গাউছিয়ায় ফ্লাইওভারের নিচে প্রতিনিয়ত জমা হচ্ছে ময়লা আবর্জনা। ফুটপাতের মাছ ও সবজি ব্যাবসায়ীদের দোকানের যত ময়লা সব ফেলা হচ্ছে এই ফ্লাইওভারের নিচে। হঠাৎ করে কেউ দেখলে মনে করবে এটা ময়লা আবর্জনা ফেলার ভাগার। এতে যেনো কারো কোনো মাথা ব্যাথা নেই। সবাই চাই নিজের দোষ এড়াতে।
এর আগে এই ময়লা ফেলার উপর প্রতিবেদন প্রকাশ হবার পর সবাই নড়েচড়ে বসে। এবার শুধু ময়লা আবর্জনা ফেলছেই না তা আবার পুড়িয়ে ফেলা হচ্ছে। দুই পাশে ঢাকা সিলেট চার লেন হাইওয়ে আর মাঝখানে ময়লা আবর্জনা আগুন দিয়ে পোড়ানো হচ্ছে।
এতে করে সিএনজি গ্যাস চালিত গাড়ি গুলো চলাচল করছে ব্যাপক ঝুঁকি নিয়ে। যেকোনো সময় ঘটতে পারে ভয়ংকর দুর্ঘটনা। শুধু তাই নয় আগুনে ময়লা পোড়ানোর ফলে ফ্লাইওভারের পয়নিশ্কাশনের পাইপ পুড়ে যাচ্ছে এতে করে বর্ষা পরবর্তী সময়ে ফ্লাইওভারে পানি জমে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তাছাড়া অতিমাত্রায় আগুন জ্বললে ফ্লাইওভারের পিলারের ও ব্যাপক ক্ষতি হতে পারে ।এতে করে ভয়ংকর দুর্ঘটনা ঘটতে পারে যখন তখন।
তাই খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান চেয়েছেন ভীতির মধ্যে থাকা এলাকাবাসী। তাই প্রশাসনের নিকট বিনিত অনুরোধ ও ময়লা অপসারণের দাবি জানিয়েছে এলাকার সচেতন মহল।