October 1, 2023, 3:35 pm
মোঃ শৌভন আহম্মেদ সবুজ রুপগন্জ প্রতিনিধি:
রাজধানীর খুব কাছের উপজেলা রুপগন্জ। নারায়ণগন্জের রুপগন্জে গত ১০বছরে অস্বাভাবিক ভাবে কমেছে কৃষি জমি ও জলাশয়। অপরিকল্পিত ও অবৈধ আবাসন ও অনুমোদন হীন সিটি নির্মানে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন আবাসন কম্পানির প্রভাবের কারণেই জমি হারানোর ভয়ে রয়েছেন স্হানীয় বাসিন্দারা।সবচেয়ে বেশি ভয়ে আছেন কৃষক ও জেলেরা। কৃষি জমি ও জলাশয় ভরাট হয়ে যাবার কারনে অনেকেই কর্মহীন হয়ে পড়ছে কেউ কেউ আবার বেছে নিচ্ছে ভিন্ন পেশা।
ঢাকা সিলেট মহাসড়কের পাশেই রাজধানীর এই কাছের উপজেলায় গড়ে উঠেছে রাজধানী উন্নয়ন প্রকল্প রাজউক এর পূর্বাচল আবাসন প্রকল্প। যোগাযোগ ব্যবস্থা ভালো হবার কারনেই এখানে একের পর এক বেসরকারি আবাসন প্রকল্প গড়ে উঠছে ।এতে করে স্হানীয় প্রভাবশালী কয়েক জন লাভবান হলেও বিপাকে পড়ছেন কৃষক ও জেলে সম্প্রদায়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত দশ বছরে কৃষি জমি কমেছে ২হাজার ১৬০হেক্টর।রুপগন্জ কৃষি কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানান ১০বছর পূর্বে কৃষক পরিবার ছিলো ৪৪হাজার ৬৪২টি আর এখন ২২হাজার ১১৬টি।
তাই সরকারের আছে এলাকাবাসী র দাবি দ্রুত এই অবৈধ বালু ভরাট বন্ধ না করলে ভবিষ্যতে কৃষিতে দেখা দিবে ভয়ংকর বিপর্যয়।