September 25, 2023, 3:02 am
উপজেলা রিপোর্টার,অপূর্ব:
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া বাজার সংলগ্ন এলাকায়। মনিমোহন বাড়ৈ (৫০) নামের এক দিনমজুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আহত মনিমোহন ওই এলাকার মৃত মানিক বাড়ৈর ছেলে।
বুধবার সকালে আহতের স্বজনরা জানান, গত রোববার রাত নয়টার দিকে মোল্লাপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলো মনিমোহন। পথিমধ্যে দূর্বৃত্তের হামলার শিকার হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। তারা আরও জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহলের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত মামলা চলছে মনিমোহনের। হামলার পরেরদিন আদালতে হাজিরা দেওয়ার কথা ছিলো মনিমোহনের। ধারনা করা হচ্ছে ওই বিরোধের জেরধরে হত্যার উদ্দেশ্য পরিকল্পিত ভাবে তার ওপর হামলা হয়েছে। আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।