December 1, 2023, 1:56 pm
মিশকাতুজ্জামান নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে করোনার টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
সিভিল সার্জন ডা. নাছিমা আক্তারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সপার মাসুদ রানা, নব-নির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা, সংসদ সদস্য মাশরাফি পিতা গোলাম মর্তুজা স্বপন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু, ডাক্তার, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এ পর্যন্ত জেলায় প্রথম ধাপে ২৪ হাজার ডোজ টিকা এসেছে। নড়াইলে রবিবার (৭ ফেব্রুয়ারি) নড়াইল সদর হাসপাতালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। একই সাথে লোহাগড়া ও কালিয়া উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হবে।
প্রতি টিমে ৬ জন করে ১৬টি টিমের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে ৩২জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থকর্মী ও ৬৪ জন স্বেচ্ছাসেবক থাকবে।