October 1, 2023, 2:58 pm
প্রেস রিলিজ: রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ আজ শনিবার মর্ডান মোড়স্থ ডায়মন্ড আবাসিক হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে ২১ (একুশ) বোতল কোডিন যুক্ত ফেন্সিডিল (মূল্য ২১,০০০/-একুশ হাজার টাকা) উদ্ধারসহ আসামী মোঃ জীবন ইসলাম(২৪), পিতা- মৃত রফিকুল ইসলাম, সাং- খুনিয়াটারী, থানা- ফুলবাড়ি, জেলা- কুড়িগ্রাম-কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে এ সংক্রান্তে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ১৪ (ক) ধারায় মামলা রুজু করা হয়।