October 2, 2023, 4:43 am
নিরানন্দ রায় (স্পেশাল রিপোর্টার ) পার্বতীপুর দিনাজপুর:
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ“এই প্রতিপাদ্য সামনে রেখে আজ রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে উপস্থিত ছিলেন ফজিলাতুন নেছা ইন্দিরা, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী রওশন আক্তার, সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এছারাও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরপিএমপির সন্মানিত পুলিশ কমিশনার জনাব মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়, রেঞ্জ ডিআইজি রংপুর মহোদয় ও জেলা প্রশাসক রংপুর মহোদয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মো: আবদুল ওয়াহাব ভুঞা, বিভাগীয় কমিশনার রংপুর মহোদয়।