October 2, 2023, 4:11 am
ফেরদ্দৌস জয়:
গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) এর উপ- পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনে মিনানের নির্দেশনায় অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন পরিকল্পনায় পুলিশ পরিদর্শক নিঃ মোঃ মোতালেব হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ শাহাদুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে,২৫ নং ওয়ার্ডের সেন্ট্রাল রোড থেকে ১২ (বার) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০১ জন কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ হুমায়ুন কবীর (৫৫), তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মৃত মোহসিন আলীর ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক বলেন,রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।