September 23, 2023, 12:36 am
সেলিম চৌধুরী,জেলা প্রতিনিধি রংপুর:
রংপুর মহানগরীর ধাপ এলাকার ব্রেইন এন্ড মাইন্ড হসপিটালের বিপরীতে মিলনের গলিতে বিবাদী ১ নং আসামি মোঃ রহিদুলের নির্দেশে ( ১) মোঃ রহিদুল ইসলাম (৩৮),(২) মোঃ খাদেমুল ইসলাম লিপন(৪৫), (৩)মাসুদ (৪০), (৪) মাহমুদ সরকার (৪৮),(৫) রেজাউল হক (৪৮) এরা আসামি রহিদুলের নির্দেশে নির্দেশে ভাড়াটে গুন্ডা স্বর্নকে দিয়ে মোঃ কামরুজ্জামান (৪৫) কে হত্যার উদ্দেশে এলোপাথাড়ি মারধর করে বিভিন্ন স্থানে জখম ও পায়ের হার ভেঙ্গে দেয়।
ঘটনা প্রসঙ্গে জানাযায়, রংপুর মহানগরীর ধাপ এলাকার ব্রেইন এন্ড মাইন্ড হসপিটালের বিপরীতে মিলনের গলিতে আজ ২২-৮-২০২৩ ইং দুপুর আনুমানিক ১.৩০ ঘটিকায় উপরোক্ত ব্যক্তি দ্বয় কোন কথা ছাড়াই আসামি রহিদুলের নির্দেশে মোঃ কামরুজ্জামান কে হত্যার উদ্দেশে মারধর করে গুরুতর জখম করে।ও গলায় স্বাস রোধ করে হত্যার চেষ্টা করে তার প্যান্টের পকেটে থাকা নগদ ৪৭,৫০০/ টাকা বাহিরকরে নেয়।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এদিকে তার ছোট ভাই মোঃ রাসেল মিয়া বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় মামলা করেন। যাহার নং সিআর নং -১৪৩/২৩, দায়রা -১১৯১/২৩ এবং মিছ পিটিশন নং -৪০২/২৩ । আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার বড় ভাই কে হত্যার উদ্দেশে মারধর করেন। আমি আইনের সু দৃষ্টি কামনা করে আসামিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।।