October 2, 2023, 3:51 am
নিরানন্দ রায় (স্পেশাল রিপোর্টার ) পার্বতীপুর দিনাজপুর:
আজ রংপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জেলা প্রশাসন, রংপুর এর উদ্যোগে নগরীর ডিসি মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালিত হয়। পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসানসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ উপস্থিত । এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে সশস্ত্র সালাম প্রদান কার্যক্রম পরিচালিত হয়।