October 2, 2023, 4:40 am
জেলা প্রতিনিধি রংপুর:
রংপুরের গঙ্গাচড়ায় নুরুন্নাহার (৪৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নুরুন্নাহার উপজেলার বড়বিল ইউনিয়নের মনিরাম গ্রামের ফজলুল হকের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য জনাব আতা মিয়া: সোমবার (১ মার্চ) আনুমানিক ১২ টার দিকে নুরুন্নাহার তার শোয়ার ঘরের তীরে দড়ি পেচিয়ে আত্মহত্যা করে। নুরুন্নাহারের মানষিক রোগ ছিল। তার তিন মেয়ে ও এক ছেলে। তিন মেয়ের বিয়ে হওয়ায় তারা স্বামীর বাড়িতে এবং ছেলে চট্টগ্রামে থাকে। স্বামী ফজলুল হক অসুস্থ থাকায় সে প্রথম স্ত্রীর ছেলের বাড়িতে থাকে। নুরুন্নাহার বাড়িতে একাই বসবাস করছিল। মানষিক রোগ থেকেই আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে বলে তিনি জানান।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, আত্মহত্যার বিষয়ে সঠিক। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।