December 1, 2023, 11:25 pm
যশোরে নতুন ৭৫ জন করোনায় আক্রান্ত।
মনিরুজ্জামান স্টাফ রিপোর্টার যশোরঃশুক্রবার যশোরে নতুন করে (৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৪১ জন এছাড়া অভয়নগরে ১১ কেশবপুরে ৫ বাঘারপাড়ায় ৪ ও ঝিকরগাছায় তিনজন মনিরামপুরে দুই জন রয়েছেন।
সিভিল সার্জন শেখ আবু শাহিন জানান,শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা একশ’১০ টি ফলাফলে ৭৫ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ১৩ হাজার ৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ১১হাজার নয়শ’২০ জনের। তিন হাজার,এক, ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন এক হাজার নয়শ ১৯জন। মৃত্যু হয়েছে ৩৮ জনের। হাসপাতাল আইসোলেশনে রয়েছে ৫১ জন। আর এক হাজার, একশ ‘১১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার রেহেনে ওয়াজ রনি জানান,নতুন শনাক্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন সহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য তালিকা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সদর উপজেলায় যারা করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে শংকরপুরের একজন নারী(৩২)ও একজন পুরুষ (৩০), ঘোপ নোয়াপাড়া রোডের একজন নারী (৪১), উপশহরের একজন নারী (৫৫), লেবুতলা এলাকার একজন পুরুষ (২২), যশোর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আবুল হাসান(৩৬),ভেকুটিয়ার একজন পুরুষ (১৯),যশোর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী জীবন (৫০),পিলু খান রোড এলাকার একজন পুরুষ (৫৫), ইসলামী ব্যাংকের একটি শাখার ম্যানেজার মহিউদ্দিন, নীলগঞ্জ এলাকার একজন নারী (৪২),ওউপশহরের চারজন।