December 1, 2023, 10:18 pm
মনিরুজ্জামান স্টাফ রিপোর্টার যশোরঃ
যশোরে এমপি শাহীন চাকলাদারকে নাগরিক সংবর্ধনা দিয়েছে যশোরবাসী। শাহীন চাকলাদার উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে (যশোর- ৬)উপনির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাই যশোর সদরে টাউন হল ময়দানে ৩১শে অক্টোবার শনিবার বিকাল ৩টায় নাগরিক গণসংবর্ধনার আয়োজন করেন ।
স্বাস্থ্যসুরক্ষা মেনে এখানে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হন। নেতা-নেত্রীরা কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
“এমপি শাহীন চাকলাদার বলেন,আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত করে নৌকা প্রতীক দিয়েছে। আর সেই প্রতীক নিয়ে আমি নির্বাচিত হয়েছি। যশোরে অনেক উন্নয়ন হয়েছে। আগামী দিনে আরো উন্নয়ন হবে। তবে নৌকা প্রতীক আমাদের ধরে রাখতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেন। স্কুল-কলেজ ও বড় বড় ব্যবসায়ীরা তাঁকে সংবর্ধনা দিয়েছে।
তিনি আওয়ামী লীগের প্রতীক নিয়ে ১৪ই জুলাই বিপুল ভোটে বিজয়ী লাভ করে। কিন্তু আসন্ন উপনির্বাচনে পৃষ্ঠপোষকরা আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় হাতুড়ি বাহিনীর পতন শুরু হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার নৌকা প্রতীক মনোনয়ন পেয়ে বিজয় লাভ করায় দৃশ্যপট পাল্টে গেছে।