December 1, 2023, 2:19 pm
মনিরুজ্জামান-স্টাফ রিপোর্টার যশোরঃ সোমবার যশোরের খাজুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন আরো দুইজন। পরবর্তীতে নিহত ব্যক্তিদের পরিচয় মেলে। একজনের বাড়ি যশোর শহরের বেশ পাড়ার আখতার হোসেনের ছেলে শামীম হোসেন(২৮)ও আর একজনের বাড়ি বারান্দিপাড়া মোল্লাপাড়ার রমজান আলীর ছেলে শাওন হোসেন (২৫)। শহরের আর এন রোডের নতুন বাজারে তাদের লাকি মোটর পার্টস নামে ব্যবসা প্রতিষ্টান আছে। আহতরা হলেন ট্রাকচালক ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ফজলুর রহমান ও অজ্ঞাত হেল্পার।প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল চারটার দিকে যশোর থেকে মাগুরা মুখি একটি মোটরসাইকেল খাজুরার কেষ্টপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের(ঢাকা মেট্রো ১৪ – ২৯৬২)সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয় দুর্ঘটনার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধাক্কা লেগে এর চালক ও হেলপার আহত হয়। খাজুরা পুলিশ ফাঁড়ির এসআই জুম্মান খান জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।