September 23, 2023, 2:15 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ প্রদান জলঢাকায় ৪শ বোতল ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে ফুলবাড়ীবাসী পাইকগাছায় জন্ম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত জমজ তিন শিশু কন্যা : অর্থ সংকটে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ রংপুরে স্বপ্ন জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু টাকা দিয়ে দফারফা রংপুরে তৃপ্তি নামে এক নারীর রহস্যজনক মৃত্যু চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের ফুলের শুভেচ্ছা বিনিময় হরিপদ কাপালী বাংলাদেশ১৯৯৬ সালে ধানের নতুন যে তিনি উদ্বোধন করেন

যশোর পল্লী বিদ্যুৎ স‌মি‌তি -১ ঝিকরগাছা জোনাল অ‌ফিস এর নব নি‌র্মিত ভবন এর শুভ উ‌দ্বোধনী অনুষ্ঠান

শাহাবুদিন ঝিকরগাছা প্রতিনিধি:
ওয়াপদা মাঠ
যশোর পল্লী বিদ্যুৎ স‌মি‌তি -১ ঝিকরগাছা জোনাল অ‌ফিস এর নব নি‌র্মিত ভবন এর শুভ উ‌দ্বোধনী অনুষ্ঠান শ‌নিবার সকালে স্থানীয় ওয়াপদ‌া মাঠ পল্লী বিদ্যুৎ অ‌ফিস এর নতুন ভব‌নে অনু‌ষ্ঠিত হয়।
পল্লী বিদ্যুৎ অ‌ফিস য‌শোর জোন এর তত্ববধায়ক প্র‌কৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল এর সভাপ‌তি‌ত্বে উক্ত অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, য‌শোর ২ আস‌নের সংসদ সদস্য বীরমু‌ক্তি‌যোদ্ধা মেজর জেনা‌রেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উ‌দ্দিন।
বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন , ঝিকরগাছা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম ,
পৌর মেয়র মোস্তফা আ‌নোয়ার পাশা জ‌ামাল জামাল, য‌শোর পল্লী বিদ্যুৎ স‌মি‌তির জেনা‌রেল ম্যা‌নেজার আবু বক্কর সি‌দ্কিী শিবলী, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সে‌লিম রেজা ও ম‌হিলা ভাইস লুবনা তাক্ষী। অনুষ্ঠান প‌রিচালনা ক‌রেন ঝিকরগাছা জোনাল অ‌ফি‌সের ডি‌জিএম দেবাশীষ কুমার । সম্মা‌নিত অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন , ঝিকরগাছা উপ‌জেলা আওয়ামীলী‌গের সহসভাপ‌তি চৌধুরী রমজান শরীফ বাদশা, চৌগ‌াছা উপ‌জেলা আওয়ামীলী‌গের যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের কর্মকর্তা ডাঃ হা‌বিবুর রহমান,সা‌বেক চেয়ারম্যান আমজাদ হো‌সেন ক‌লিম, য‌শোর জেলা যুবলী‌গের সহসভাপ‌তি আজাহার আলী সহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, পল্লী বিদ্যুৎ স‌মি‌তি ঝিকরগাছা জো‌নের সভাপ‌তি তৌ‌ফিকুল আলম স্বপন, ঝিকরগাছা প্রেসক্লা‌বের সভাপ‌তি এমামুল হাসান সবুজ, সাধারন সম্পাদক, ইমরান রশীদ, উপ‌জেলা যুবলীগ নেতা শামীম রেজা, একরামুল হক খোকন, এমামুল হাুবিব জগলু, আব্দুল জব্বার, আ‌রিফুর রহমান সন্টু , পৌর কাউ‌ন্সিলর আব্দুর রাজ্জাক প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com