December 1, 2023, 10:39 pm
বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম
স্যার, ময়মনসিংহ মহানগরীর কথা এবং জনগণের কথা চিন্তা করে বলেন.
এলাকার পানি বন্ধী মানুষের কথা একবার ভাবুন। অপরকে কষ্ট দিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করার মধ্যে কোন মহত্ত্ব নেই। বিবেকহীনের মত আপনি যে সরকারি খাল দখল করে এবং বন্ধ করে পুকুর বানাচ্ছেন, লক্ষ লক্ষ টাকার সেতু কালভার্ট বন্ধ করে দিচ্ছেন, বিলের মুখে পুকুর তৈরি করে পানি চলাচল বন্ধ করে দিচ্ছেন ও সামান্য কয়েকটি মাছের জন্য খালের বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তা কোনভাবেই সমাজের জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবেনা। পানিবন্ধী মানুষের দুর্দশার জন্য আপনি দায়ী হলে নিজেকে তাদের অবস্থানে ভাবুন (Empathy)। সমাধান যেহেতু আপনার হাতে তাই দ্রুত জলাবদ্ধতায় আক্রান্ত মানুষ গুলোকে মুক্তি দিন। আসুন আমরা সবাই মিলে জলাবদ্ধতা দূর করি। অপরিকল্পিত পুকুর খনন বা পানি চলাচলের রাস্তা বন্ধ করে দওয়া টেকসই উন্নয়নের প্রধান অন্তরায়। তাই প্রতিটি উপজেলা জনগন কে সচেতন হতে হবে।