December 1, 2023, 10:15 pm
স্টাফ রিপোর্টারঃবাহার উদ্দিন, ফুলপুর, (ময়মনসিংহ) জেলা প্রতিনিধি:
বৃহত্তম ময়মনসিংহ শহরে জিলাস্কুলের সামনে এক শিক্ষককে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা।
মোবাইল, টাকা পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়া সময় ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করা হয়।
পরে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশকে খবর দেয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৫. ৩০ মিনিটের সময় ময়মনসিংহ নগরীর জিলাস্কুলের সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষক জানান,মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এক শিক্ষক রিকশা করে জিলাস্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি। কিছুক্ষণ পর হঠাৎ করে দুই জন ছেলে এসে রিক্সার গতিরোধ করে মোবাইল-টাকা পয়সা বের করতে বলে।
টাকা দিতে রাজি না হলে ঐই শিক্ষকের হাতে ছুরিকাঘাত করে সবকিছু নিয়ে নেয় ছিনতাইকারীরা।
পরে স্থানীয় দুই যুবকের সহায়তায়,পালিয়ে যাওয়ার সময় জিলা স্কুলের বোর্ডিং মাঠ থেকে দুই ছিনতাইকারীকে আটক করেন ওই শিক্ষক। পরে পুলিশে খবর দিলে এক ঘণ্টা পর এসে তাদের নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, প্রায় সময়ই এই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এইধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার যায় না। প্রতিদিন একটার পর,পর ঘটনা হয়ে থাকে।তাই ঊর্ধতন কর্তৃপক্ষের উপর দৃষ্টি আকর্ষণ করছে ময়মনসিংহবাসী।
এবং মানবতার আর এক নাম জেলা প্রশাসক মিজানুর রহমান স্যার যদি বিষয় দেখেন তাহলে ময়মনসিংহ জেলা ও উপজেলাবাসী এই ছিনতাইকারী মুক্ত নগরী গড়ে উঠবে।