October 2, 2023, 4:49 am
রিপোর্টারঃবাহার উদ্দিন, ফুলপুরময়মনসিংহ:
আজ ২৪-১০-২০২০ ইং তারিখ রোজ শনিবার সৌর বিদ্যুৎ কে কেন্দ্র করে গবেষণা মাধ্যমে জানা যায়
বৃহত্তর ময়মনসিংহ জেলা বাংলাদেশের একটি অন্যতম জেলা তার মাঝে শুভ উদ্বোধনের অপেক্ষায় আছে ময়মনসিংহবাসী।
পরিবেশের ভারসাম্য রক্ষার কথা চিন্তা করে নবায়নযোগ্য শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনকে বেশি জোর দিচ্ছে সরকার। বিদ্যুতের চাহিদা মেটাতে ময়মনসিংহের গৌরীপুরে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের ৯৫ ভাগ কাজ শেষ, এখন উদ্বোধনের অপেক্ষায়।
ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে ভাঙ্গনামারি গ্রামে ১৭৪ একর জমির ওপর সৌর বিদ্যুৎকেন্দ্রে ২৮ হাজার মাউন্টিং পাইলস স্থাপন করা হয়েছে। ১ লাখ ৭৩ হাজার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এসব প্যানেল থেকে ৩৩২টি ইনভার্টারের মাধ্যমে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। উৎপাদিত বিদ্যুৎ কেওয়াটখালী বিদ্যুৎ উপকেন্দ্রের মাধ্যমে আগামী তিন মাসের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হবে।
সারা দেশের ন্যায় সৌর বিদ্যুৎ আমাদের ময়মনসিংহ জেলা শহরে কেন্দ্র হবে। তাই ময়মনসিংহ জেলাবাসী অভিনন্দন জানিয়েছে সৌর বিদ্যুৎ বিভাগ কে।