October 1, 2023, 2:45 pm
স্টাফ রিপোর্টারঃবাহার উদ্দিন ফুলপুর(ময়মনসিংহ) জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় রুপসী ইউনিয়ন ফুলপুর তারাকান্দা উপজেলার সেচ্চাসেবক দল ও মানবাধিকার কর্মীরা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেছেন।এদের মধ্যে সেচ্চাসেবক সোসাইটির সন্মানিত সভাপতি ও ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানবাধিকার সদস্যগন গরিব অসহায় মানুষের পাশে দারান সব সময়। তাদের মাঝে জুলহাস হোসাইন জীবন অন্যতম,সে দিনের পর দিন পরিশ্রম করে সমাজের মুখ উজ্জ্বল করেছেন তার সেচ্চাসেবক সোসাইটির সন্মানিত সকল সদস্য সহ। প্রত্যোক মানুষের রক্তের গ্রুপ জানার প্রয়োজন রয়েছে।
সেচ্চাসেবক সোসাইটির সদস্যদের আকাহ্মা ইচ্চার ফল স্রোতিতে রুপসী ইউনিয়নের মানুষ রক্তের গ্রুপ জানতে পেরেছে।
এবং বিহারাংগা স্টুডেন্টস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আমতৈল,নিশ্চিন্তপুর,বিহারাংগা ও রামকৃষ্ণপুর ৪টি গ্রামের বিনামূল্যে রক্তের গ্রুপ কর্মসূচি সফলভাবে শেষ হয়েছে..।
উক্ত সদস্যরা বলেন অকালে রক্তের জন্য মানব জাতির প্রান যেন না হারায় সে প্রতিজ্ঞা করে আমরা আপনাদের কে নিয়ে কাজ করতে পারলেই নিজেদের কে চির কৃতজ্ঞ মনে করবো।