September 23, 2023, 12:52 am
বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় আজ ১৫-১০-২০২০ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ফুলপুর বাসস্ট্যান্ডে অবস্থিত আল সৌদিয়া রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন ফুলপুর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা এসিল্যান্ড জনাব
ফাতেমাতুজ্জোহরা।
এসময় দেখা যায় মূল রেস্টুরেন্ট থেকে দূরে রান্নাঘরটি নর্দমার ঠিক পাশেই অবস্থিত। নর্দমা উপচে পানি রান্নাঘরে ঢুকছে এবং সেই পানির উপরেই তাদের রান্না করা খাবার রাখতে দেখা যায়। এছাড়াও তাদের কিছু খাবার সংরক্ষণ প্রক্রিয়াও অপরিচ্ছন্ন ছিলো। এ সকল কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় তাদেরকে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ফুলপুরের সকল রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে আইনের আওতায় এনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে ফুলপুরবাসী উপকৃত হবে এবং বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পাবে।