December 1, 2023, 10:42 pm
স্টাফ রিপোর্টারঃ ফুলপুর (ময়মনসিংহ) জেলা প্রতিনিধি:
বৃহত্তর ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ও পৌরসভার ৮নংওয়ার্ডের দিও গ্রামে (সরকারী কলেজ রোড) ফুলপুরে এক সভ্রান্ত মুসলিম পরিবারে ২০০২ সালের ২০ অক্টোবর মাসে জন্ম গ্রহন করেন নাসিম অন্তর। তার পিতা মোঃআব্দুল মোতালেব,মাতা মোছাঃনাসিমা খাতুন ও তার দাদা ফুলপুর ছনকান্দা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন। নাসিম অন্তর ৩ ভাইয়ের মধ্যে সে পিতা-মাতার প্রথম সন্তান। তার ছোট ভায়ের নাম নাদিম ও নাহিদ । নাসিম অন্তর ছোট কাল থেকেই পিতা ওমাতা এবং দাদার আদরের লালিত পালিত হয়েছে। ছোট কাল থেকেই সে- গল্প, গান, নাচ,বই পড়ার বেশ মনোযোগী ছিলো। তার প্রতিভা ও ভালোবাসা দিয়ে ফুলপুর রাইর্ডাস ক্লাভ এর সদস্য ও পরিচালনা কমিটিতে নিযুক্ত হয়েছেন। তার ভ্রমণ কাহিনীর কথা শুনলে অনেক আগ্রহ জাগে তার বন্ধু সমবয়সী ও সিনিয়র ভাইদের।অনেক মিশুক মনের অধিকারী নাসিম অন্তর। ছাত্র জীবনে স্মৃতি গুলো একনো আগের মতই মনে করিয়ে দেয় তার প্রিয় জনদের কাছে। নাসিম অন্তর অল্প বয়সে মধ্যে সমাজের সকল স্তরের মানুষের বন্ধু ও ভাই বলে পরিচিতি লাভ করেছেন
” শুভ জন্মদিন নাসিম অন্তর ”
আজ তাহার জন্মদিন ফুলপুর উপজেলার রাইডার্স ক্লাভের সকল সদস্য উপস্থিত ছিলেন।
প্রথমে কেক কাটা হয়।
তারপর সুন্দরভাবে জন্মদিন উদযাপিত হয়েছে।
সব শেষে তার সু-স্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের প্ররিসমাপ্তি ঘোষিত হয়।