October 1, 2023, 4:18 pm
স্টাফ রিপোর্টারঃবাহার উদ্দিন,ফুলপুর (ময়মনসিংহ) জেলা প্রতিনিধি:সামনে আছে শুভ দিন,,,,,,নাসিম অন্তরের জন্মদিন,,,,
বৃহত্তর ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ও পৌরসভার ৮নংওয়ার্ডের দিও গ্রামে (সরকারী কলেজ রোড) ফুলপুরে এক সভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৯৮ সালের ১৯ অক্টোবর মাসে জন্ম গ্রহন করেন নাসিম অন্তর। তার পিতা মোঃআব্দুল মোতালেব,মাতা মোছাঃনাসিমা খাতুন ও তার দাদা ফুলপুর ছনকান্দা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন। নাসিম অন্তর ৩ ভাইয়ের মধ্যে সে পিতা-মাতার প্রথম সন্তান। তার ছোট ভায়ের নাম নাদিম ও নাহিদ । নাসিম অন্তর ছোট কাল থেকেই পিতা ওমাতা এবং দাদার আদরের লালিত পালিত হয়েছে। ছোট কাল থেকেই সে- গল্প, গান, নাচ,বই পড়ার বেশ মনোযোগী ছিলো। তার প্রতিভা ও ভালোবাসা দিয়ে ফুলপুর রাইর্ডাস ক্লাভ এর সদস্য ও পরিচালনা কমিটিতে নিযুক্ত হয়েছেন। তার ভ্রমণ কাহিনীর কথা শুনলে অনেক আগ্রহ জাগে তার বন্ধু সমবয়সী ও সিনিয়র ভাইদের।অনেক মিশুক মনের অধিকারী নাসিম অন্তর। ছাত্র জীবনে স্মৃতি গুলো একনো আগের মতই মনে করিয়ে দেয় তার প্রিয় জনদের কাছে। নাসিম অন্তর অল্প বয়সে মধ্যে সমাজের সকল স্তরের মানুষের বন্ধু ও ভাই বলে পরিচিতি লাভ করেছেন।
সে সমাজের সকল স্তরের মানুষের সাথে চলতে কথা বলতে ভালোবাসেন। তার ভালোবাসার কোন শেষ নাই
তাই আমি কবির ভাষায় বলতে চায়,,,,,,,,,, ,,
“গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান ”
“নাই দেশ- কাল -পাত্রের ভেদ,অভেদ ধর্মজাতি”
“সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি”
নাসিম অন্তরের জন্মদিন তার পরিবার মা, বাবা, দাদা,দাদী,ভাই,বোন,তার স্বজন সহ প্রিয় মানুষ গুলোর সাথে শুভেচ্ছা বিনিময় করবে।
তাদের মাঝে জন্মদিন উপস্হিত থাকবেন ফুলপুর উপজেলা ও ময়মনসিংহ জেলা প্রতিনিধি সাংবাদিক,শিক্ষক ও কবি বাহার উদ্দিন (বাহার)। আমাদের তরুন প্রজন্মের অহংকার বিশিষ্ট ইসলামীক গবেষক ও ফুলপুর আমুয়াকান্দা বাজারের ব্যবসায়ী মোঃমুসাদ্দিক (কিয়াস),ছাত্র নেতা মেরাজুল ইসলাম মন্ডল , রিয়াদ হোসেন(রিয়াদ) বাংলাদেশ সেনাবাহিনী।
ফাহিম নূর নিশাদ,সুমন মিয়া,রাকিব মিয়া,সাবজাল হোসেন,জাহিদুল হক জুমন,আরিয়ান( মুসা),জাহিদুল হক (জিহাদ), ও নাম না জানা অনেকেই এবং তার সহপাঠী ও বিভিন্ন ক্লাভ সংগঠের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সদস্য বৃন্দ।
নাসিমের জন্মদিন পালিত হবে তার বাসভবনে। তার বাসার পাশেই রয়েছে প্রাকৃতিক সুন্দর ফুলপুরের খরিয়া নদী ও ফুলপুর সরকারী ডিগ্রি কলেজ।
দাদার নয়ণের মনি একমাত্র (নাসিম)
তার দাদা বলে,,,,,
সামনে আছে শুভ দিন,,,,,,আমার নাতি নাসিমের জন্মদিন,,,,,
,,,,মানছে না মন,,,,,
,,জন্মদিন তুমি আসবে কখন,,,,
,,, আমি যে আর পারছি না,,,,,
১৯ তারিখ তুমি কেন তারাতারি আসোনা,,,,,,
আমার নাতি নাসিমের জন্মদিন হবে জমজমা,,,,,,
নাসিম বলে,,,,শোন হে,দাদু ভাই
তুমার ভালোবাসার কোন শেষ নাই।