December 1, 2023, 10:00 pm
বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।
বৃহত্তর ময়মনসিংহ জেলার জনবান্ধব মানবিক জেলা প্রশাসক মিজানুর রহমান স্যার জন নিরাপত্তা বিভাগের উপসচিব হিসেবে নিয়োগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন। উনার অসমাপ্ত মানবিক কাজগুলো সমাপ্ত আর সম্পন্ন হলো না দীর্ঘ দিনের মায়া মমতা ত্যাগ করে বদলী জনিত কারণে চলে যেতে হচ্ছে ডিসি মিজানুর রহমান স্যার কে।তাইতো বলা হয় –
“বিদায়ের বানী লিখিলাম আমি হৃদয়ের কালি দিয়ে”
“মুক্তি পথের যাত্রী হলেন বুক ভরা বেথা নিয়ে”(ডিসি মিজানুর রহমান স্যার)
ময়মনসিংহ জেলায় নতুন বছরেই জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ এনামুল হক স্যার। তাকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে একরাশ তাজা ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ডিসি এনামুল হক জেলা প্রশাসক হিসেবে গত ২৬ আগস্ট ২০১৯ জামালপুর জেলায় যোগদান করেন। প্রশাসনের বিভিন্ন স্তরে তিনি সুদীর্ঘ ১৭ বছর কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছিলেন। জেলা প্রশাসক হিসেবে যোগদানের পূর্বে তিনি মাননীয় পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ এনামুল হক সহকারী কমিশনার হিসেবে কুড়িগ্রাম এবং রাজশাহী জেলায়, প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট হিসেবে বান্দরবান পার্বত্য জেলায়, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চট্রগ্রামের বাঁশখালী উপজেলায়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা ও রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ফেনী জেলায় কাজ করেছেন। এছাড়া প্রজেক্ট ম্যানেজার হিসেবে বাংলাদেশে চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম মেট্রোরেল প্রকল্পে কাজ করেছেন । তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফর্মেশন এটুআই প্রকল্পে প্রায় আড়াই বছর ই-সার্ভিস স্পেশালিস্ট হিসেবে কাজ করেছেন। এ সময়ে তিনি ভূমি সেবা আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি সফলতার ক্যালকুলেটর তৈরি করেছেন। উত্তরাধিকার ক্যালকুলেটরটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উদ্বোধন করেছেন। এই সফটওয়ার বর্তমানে ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে সফলতার সাথে সারা দেশে ব্যবহৃত হচ্ছে। মোহাম্মদ এনামুল হক জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে প্রথম শ্রেনীতে প্রথম স্থান অধিকার করে বিএসসি এবং প্রথম শ্রেনীসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের গ্রীনউইচ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি টেকসই ইউনিয়ন ডিজিটাল সেন্টার, আইসিটি ভিত্তিক সেবা প্রদান, ই-সেবা প্রদানকে পৃষ্ঠপোষকতাসহ বিভিন্ন ধরনের ইনোভেশনের জন্য জেলা ও বিভাগীয় পর্যায়ে যথাক্রমে ২০১৫ ও ২০১৬ সালে পরপর ২ বার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হন। এছাড়া জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ সরকার তাকে দুইবার ২০১৬ হতে২০১৮ সালে পর্যন্ত জনপ্রশাসন পদক প্রদান করেন ও উন্নত বিশ্বে সফর করেন।