September 25, 2023, 3:15 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ঝিনাইদহে বিকাশ, রকেট, নগদ, উপায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার রাস্তা প্রশস্তকরণ সম্পন্ন হলে পাল্টে যাবে মহাদেবপুর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সুদের টাকা দিতে না পারায় কৃষককে শিকলে বেঁধে নির্যাতনকারী, গ্রেফতার ০১ ডিবি পুলিশের অভিযানে গাঁজা,ইয়াবা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সুদের টাকা না দেয়ায় দিনমজুরকে শিকলবন্দী বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলাপাড়া উপজেলার শাখার আহবায়ক কমিটি গঠন ঈশ্বরদীতে আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ঈশ্বরদীতে দৈনিক বিজয় পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারাগারে বাবা

মো.আল আমিন খান চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে সৎ বাবাকে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে মা তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করতে দেখে চিৎকার করলে স্থানীয়রা আটকে রাখে বাবাকে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত তাকে আটক করে।

সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘাটিপুকুর-শিবপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ১২ বছর বয়সী ওই শিশুর মা তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃত আসামী সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা গ্রামের আকবর আলীর ছেলে কাঠ ব্যবসায়ী শাহালাল (৪৫)।

স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী শিশুর পরিবার, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, আপত্তিকর অবস্থায় বাবা-মেয়েকে দেখে মা চিৎকার করলে ছুটে আসে গ্রামবাসী। এসময় শাহালালকে আটক করে রেখে পুলিশকে খবর দেয় তারা। পরে রাত আনুমানিক একটার দিকে পুলিশ তাকে আটক করে। বুধবার (২২ ফেব্রুয়ারী) সকালে থানায় বাদি হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন ওই শিশুর মা।

স্থানীয় বাসিন্দা নাসিমা বেগম ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তার শাহলালের আরেকটা সংসার আছে। পরে দ্বিতীয় শ্রেণীতে পড়া মেয়ের মাকে বিয়ে করেছে শাহালাল। হটাৎ রাত ১১টার দিকে চিৎকার আশেপাশের সবাই এগিয়ে আসলে দেখি, তার স্ত্রীকে চুলের মুঠি ধরে মারছে। জিজ্ঞেস করলে ওই মহিলা জানায়, মেয়ে ও তার স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলার কারনে আমার চুলের মুঠি ধরে মারছে, গলায় হাঁসুয়া ধরছে। পরে স্থানীয়রা শাহালালকে আটক করে পুলিশকে খবর দেয়।

নাম প্রকাশ না করার শর্তে বাদির এক আত্নীয়, স্থানীয় বাসিন্দা তরিকুল, মোজাম্মেল হক জানান, পুলিশ, স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সামনে মেয়েটি তার সাথে হওয়া সব ঘটনা খুলে বলেছে। মেয়েটি জানায়, তার মাকে সকালে অটোরাইস মিলে কাজে পাঠিয়ে দিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে। এমনকি কাউকে না বলতে বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছে তাকে। এছাড়াও মঙ্গলবার রাত ১১টায় বাড়ির বাইরে পানি আনতে যাওয়ার সময় তার মা তাকে সাথে নিতে চাইলেও শাহালাল তাকে যেতে দেয়নি।

ইউপি সদস্য রাফেজ আলী মীর বলেন, মেয়েকে ধর্ষণের ঘটনায় জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শাহালালকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে রাতেই পুলিশ তাকে নিয়ে যায়। এ ঘটনায় মেয়ের মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি-তদন্ত) মাহফুজুল হক চৌধুরী মুঠোফোনে জানান, মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তার স্ত্রীর মামলা গ্রহণ করা হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারী) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com