December 1, 2023, 11:55 pm
মোঃ শফিউল ইসলাম (শফিক) দৈনিক সকলের বার্তাঃ দুর্গাপুর নেএকোনাঃ মেয়র পদে নির্বাচত হলে নাগরিক সেবা যে কোন মুল্যে জনগণের দোড় গোড়ায় প্রেীছে দেয়া হবে একজন তরুণ সমাজ সেবক সংগঠক শিক্ষানুরাগী প্রগতিশীল রাজনীতির ধারক বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দানবীর জনাব আলাল উদ্দিন আলাল সাহেব দুর্গাপুর পৌরসভার এক গর্বিত নাম জনগণের উন্নয়ন মুলক কাজে অবিরাম নিয়োজিত থেকে ইতি মধ্যে তিনি সাধারণ মানুষের আস্হা ও ভালোবাসার জায়গা করে নিয়েছেন পাকাপোক্ত ভাবে দীর্ষদিন ধরে এলাকার মানুষের জন্য শিক্ষা স্হাস্হ সহ নানা দান অনুদান ও সমাজের উন্নয়নমুলক কাজ করে আসছেন তিনি মসজিদ মন্দির ও মাদ্রাসা প্রতিবন্দিদের আর্থিক সহায়তা ধান করোনা কালে সাহায্য করে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন তিনি বলেন পৌরবাসির সমস্যা আগে থেকেই চিন্তিত নানা সমস্যা থাকা সক্তেও দীর্ঘদিন ধরে পৌরবাসির জন্য কাজ করে যর্থেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি তাই পৌরবাসির প্রাণের দাবী নৌকা প্রতিক যদি আলাল সাহেব কে দেয়া হয় ইনসাআল্লাহ্ আমারা মাননীয় প্রধান মন্ত্রী কে এই পৌরসভা উপহার দিতে পারবো