October 1, 2023, 3:07 pm
কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালসার বাজারে অবস্থিত শ্রী সুকুমার দাসের সুনামধন্য প্রতিষ্ঠান সিনজেনটা কীটনাশক কর্নার এখন তালসার বাজার খন্দকার সিরাজ মিয়ার মার্কেটে। আপনার যে কোন প্রকার সার কীটনাশক সহ যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে হাতের নাগালে পাচ্ছেন তালসার বাজার সুকুমার দাসের কথা ট্রেডার্স সিনজেনটা কীটনাশক কর্নারে। এখানে আরামদায়ক ও মনোরম পরিবেশে সঠিক মাননিয়ন্ত্রন করে কীটনাশক বিক্রি করা হয়।কীটনাশকের গুনগত মাননিয়ন্ত্রন করে যা ক্রেতাগনের নিকট সরবরাহ করা হয়। এখানে মানহীন কোন ওষুধ বিক্রি হয় না। কৃষক সঠিক ভাবে যুগোপযোগী পরামর্শে ফসলের রক্ষণাবেক্ষন করতে সর্বত্র সেবা পাবেন।এখানে পুরাতন ও অভিজ্ঞতা সম্পূর্ণ টেকনোলজি ব্যবহার করে কৃষকের সু পরমর্শমতো অধিক ফসলের উন্নয়ন করতে সর্বদা সেবা প্রদানে এক ধাপ এগিয়ে। আসুন সবাই আওয়াজ তুলি। আমরা কৃষক দল। সিনজেনটা কীটনাশক ব্যবহার করে অধিক ফসল তুলবো ঘরে।