December 1, 2023, 10:22 pm
মোঃ শাহীন মিয়া মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রবিবার দিবাগত গর্ভির রাতে তাদের তার নিজ নিজবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃতদের বিরুদ্ধে পৃথক ৬ টি জিআর মামলার গ্রেপ্তারি পারোয়না ছিলো।
গ্রেপ্তার কৃতরা হলেন সদর উপজেলার রামপাল ইউনিয়নের উত্তর কাজী কসবা গ্রামের বাসিন্দা মৃত মোস্তাফা দেওয়ানের ছেলে তুহিন দেওয়ান (৩৫),রামের গাও গ্রামের রফিক মাদবরের ছেলে আরিফ মাদবর(৪৪),সুমার ঢালী কান্দি গ্রামের নূর মোহাম্মদ বেপারীর ছেলে আলী বেপারী (৬০), ও তার ছেলে রাজীব বেপারী (২৬),মিরকাদিমের নৈদিঘির পাথর এলাকার তুফান আলীর ছেলে মনসুর রহমান(৫৬) এবং পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ হাফেজ (৬২)কে গ্রেপ্তার করা হয়।
পলাতক আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিচুর রহমান বলেন,পলাতক আসামীদের বিরুদ্ধের পৃথক পৃথক জিআর মামলার গ্রেপ্তারি পারোয়না ছিলো। রবিবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোমবার আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়।