October 1, 2023, 2:51 pm
শাহিন মিয়া, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। বুধবার (২০ জানুয়ারী) বিকালে সদর উপজেলার মিরকাদিমের উত্তরণ ফাউন্ডেশন ও জেলা পুলিশের উদ্যোগে বেদেপাল্লির শতাধিক অসহায় শীর্তাত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। পরে তিনি জেলা পুলিশ লাইনে হ্যান্ডবল ও সদর ট্রাফিক অফিসের ব্যাডমিন্টন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।ও বিভাগীয় জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আর্টিসান আউটফিটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী আহাম্মেদ রাসেল। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান,সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুবাক্কার সিদ্দিক,জেলা গোয়েন্দ সংস্থা ডিবি পুলিশের (ওসি) মোঃ মোজাম্মেল হক মামুন,মিরকাদিম পৌর কাউন্সিলর মোঃ হারুন অর রশিদসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ। মুন্সীগঞ্জ ২০.০১.২১ইং