December 1, 2023, 11:59 pm
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
ডিবি পুলিশের আরেকটি সফল অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেল ৩০বোতল ফেনসিডিল এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।
মুন্সীগঞ্জ সিরাজদিখান থানাধীন খাসমহল বালুরচর এলাকায় শুক্রবার (১৫ জানুয়ারী) ভোর সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। টঙ্গিবাড়ি উপজেলার পাইকপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মোঃ আতাউর রহমান লিও(৩৪), দক্ষিণ পাইকপাড়া এলাকার মোহাম্মদ আলী ছেলে মোহাম্মদ মিলন (৩২) ও মধ্য পাইকপাড়া এলাকার মোঃ আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ রাজু হোসেন রাজিব (৩৪)। এ সময় মোঃ আতাউর রহমান লিওর কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল, মোহাম্মদ মিলনের কাছ থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট এবং মোহাম্মদ রাজু হোসেন রাজিব এর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৩০বোতল ফেনসিডিল ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল আটক করা হয়। আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ডিবি ওসি মোজাম্মেল হক মামুন জানান, আসামী লিও একজন নামকরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের নেতা এবং এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সিরাজদিখান থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মুন্সীগঞ্জ
১৫.০১.২১ইং