October 2, 2023, 5:48 am
মোঃ দেলোয়ার হোসেন
ময়মনসিংহ, সদর:
জনাব মোঃ ইকরামুল হক টিটু মেয়র- ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর আয়োজনে বঙ্গবন্ধু ৩য় তম মেয়র কাপ হকি টুর্নামেন্ট খেলা ২০২১ শুভ উদ্ভোধন ১৩ ফেব্রুয়ারি, ২০২১ শনিবার বিকাল ৩:৩০ মিনিট । স্থান: সার্কিট হাউস মাঠ । মোট ১২টি দল অংশ গ্রহন করবে উক্ত খেলায় । অংশগ্রহনকারী দলসমূহ ময়মনসিংহ রাহাত হকি একাডেমি, ময়মনসিংহ হান্নান হকি একাডেমি, খুলনা হকি একাডেমি, ময়মনসিংহ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, স্বপ্নতেজি হকি ক্লাব-নারায়নগঞ্জ, বাইতুশ শরফ জব্বারিয়া একাডেমি-কক্সবাজার, বয়েজ অব নারায়নগঞ্জ, লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়-নেত্রকোনা (প্রমিলা), ফরিদপুর হকি খেলোয়ার কল্যান ফাউন্ডেশন, কক্সবাজার জেলা মহিলা হকি দল ( প্রমিলা), ময়মনসিংহ আনু হকি বয়েজ, ফিরোজা খাতুন মহিলা হকি দল-ময়মনসিংহ (প্রমিলা) ইত্যাদি । খেলার সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ রাহাত হকি একাডেমি । কৃতঙ্গতায় ময়মনসিংহ জেলা ক্রীয়া সংস্থা । সৌজন্যে মোঃ ফয়সাল আল মামুন ( রবিন), সাধারণ সম্পাদক- ময়মনসিংহ রাহাত একাডেমি ।