October 2, 2023, 5:12 am
টুঙ্গিপাড়া প্রতিনিধি, রাকিব চৌধুরী:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান ও স্কুল ড্রেস বিতরণ করেছেন সুইড বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটি।
১০ঃ৩০মিনিটে সংগঠনটির টুঙ্গিপাড়ায় স্কুলে একশত বিশেষ শিশুদের মাঝে স্বাস্থ্যসেবা ও স্কুল ড্রেস বিতরণ করা হয়।
সুইড বাংলাদেশের টুঙ্গিপাড়া শাখার নির্বাহী সচিব অধ্যাপক ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে এ সময় সুইড বাংলাদেশের মহাসচিব ডক্টর অজন্তা রানী সাহা, ধানমন্ডি মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলি,প্রিন্সিপাল মোঃ শাহ আলম, ক্রীড়া সচিব মেজর অবসরপ্রাপ্ত ইয়াদ আলী ফকির, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার লাবনী আক্তার,অন্যান্য প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।