October 1, 2023, 2:56 pm

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে পার্বতীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং উঠান বৈঠক বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা যিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে সত্যিকারে কর্মঠ, তাঁর সামনে কোন কিছুই বাধা হতে পারে না নাটোর গুরুদাসপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার নাটোর গুরুদাসপুরে গৃহবধূ খুনের ঘটনায় ০৩ দিন পেরিয়ে গেলেও ঘাতক স্বামী এখনো পলাতক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৩,৫,৬,ও ৭ ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিল সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হাকিমপুর হিলিতে অসহায় মহিলাকে শারীরিক নির্যাতন, অভিযুক্ত সাবেক স্বামী,দেবর, ভাসুর, শ্বশুড়

‘মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ স্লোগান নিয়ে ভোলার চরফ্যাশনে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম

‘মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ স্লোগান নিয়ে ভোলার চরফ্যাশনে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। অপরাধ নির্মূল ও মানুষের ছোটখাট সমস্যার সমাধান করা, আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশকে মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।

তছলিম আখন ; চরফ্যাশন উপজেলা প্রতিনিধি।।

সমবার দুপুরে বিট পুলিশিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির হোসেন।।

এ সময় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়াসহ , পুলিশ বিভাগের কর্মকর্তা, আছলামপুর ইউনিয়ন চেয়ারম্যান একে,এম,সিরাজুল ইসলাম মিয়া,ওমরপুর ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আঃ হাই মেম্বার,ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম হাওলাদার,ওমরপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মঞ্জরুল আহসান (দুলাল),যুবলীগ নেতা নুরনবী সবুজ ভূঁইয়া,ঢাকা কলেজ ছাত্র লীগের যুগ্ন আহবায়ক মহীউদ্দিন মাহী,ওমরপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি শামিম আহমেদ (রাজু), সিনিয়র সহসভাপতি মামুন,সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির হোসেন জানান, পুলিশের কার্যক্রম আরো জনমুখী ও জনবান্ধব করে গড়ে তোলার জন্য এই কার্যক্রম পরিচালিত হবে। জেলার ৭টি উপজেলায় এই বিট পুলিশিং কার্যালয়ে এই কার্যক্রম চালু করা হবে। পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হচ্ছে। প্রতিটি বিট পুলিশিং অফিসে একজন এসআই, একজন এএসআই ও তিনজন করে কনস্টেবলের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হবে। পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে একইভাবে এই কার্যক্রম পরিচালিত হবে। আজ সমবার আছলামপুর ইউনিয়নে বিট পুলিশিং অফিসের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো জানান, আজ চরফ্যাশনে পৌড়সভায় ৪ টি ও আছলামপুরে ১ টি,ওসমানগঞ্জে ১ টি,আমিনাবাদে ১ টি,আবদুল্লাহ পুরে ১ টি,জিন্নগরে ১ টি ও মাদ্রাজ ইউনিয়নে ১ টি করে মোট ১০ টি ভিট পুলিশিং কার্যালয় চালু করা হয়েছে। এতে করে স্থানীয় ছোটখাট সমস্যা, বিবাদ, সাধারণ ডায়েরিকরণ বিট পুলিশের কার্যালয়ে সমাধান করা হবে। এছাড়া তারা মানুষের কাছ থেকে অভিযোগ গ্রহণ করবে। তারপর আইনি ব্যবস্থা নেয়া হবে। মানুষ দ্রুত পুলিশি সেবা পাবে বলে জানান তিনি।

মুজিববর্ষের অঙ্গিকার হিসেবে পুলিশের এই বিট পুলিশিং কার্যক্রমে সন্তুস্টি প্রকাশ করেছে চরফ্যাশন- মনপুরার সাধারন মানুষ।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com