October 2, 2023, 5:11 am
মুক্তিযোদ্ধার সন্তান ডিগ্রী কম্পিলিট হওয়া সত্তে ও চাকুরি নেই ৷
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বিলপুটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম কবির মোল্লার সন্তান মোঃইমরান মোল্লা,
১৯৯৩ সালে জন্মগ্রহন করেন ৷
২০১২ সালে এস এস সি (SSC)পাশ করেন ৷
২০১৪ সালে এইচ এস সি (HSC) পাশ করেন ৷
২০১৭ সালে বিএ ডিগ্রী (BA Degree) পাশ করেন ৷
দীর্ঘ ৮ বছর আগে SSC পাশ করি, মুক্তিযোদ্ধার সন্তান ও ডিগ্রী কম্পিলিট হওয়া সত্তে ও টাকার অভাবে এখনো একটা চাকুরি হয়নি ৷
আপনাদের সকলের নিকট দোয়া চেয়েছেন মহান আল্লাহ তায়ালা যেন মোঃ ইমরান মোল্লার রিজিকের ব্যবস্থা করে দেন ৷