October 2, 2023, 3:59 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে পার্বতীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং উঠান বৈঠক বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা যিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে সত্যিকারে কর্মঠ, তাঁর সামনে কোন কিছুই বাধা হতে পারে না নাটোর গুরুদাসপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার নাটোর গুরুদাসপুরে গৃহবধূ খুনের ঘটনায় ০৩ দিন পেরিয়ে গেলেও ঘাতক স্বামী এখনো পলাতক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৩,৫,৬,ও ৭ ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিল সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হাকিমপুর হিলিতে অসহায় মহিলাকে শারীরিক নির্যাতন, অভিযুক্ত সাবেক স্বামী,দেবর, ভাসুর, শ্বশুড়

মিথ্যা, বানোয়াট সংবাদের প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

সাইফুল আলম, স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের ত্রিশালে সংসদ সদস্য ও ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা বানােয়াট, কুরুচিপূর্ণ ও মানহানীকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এমপি পুত্র ও ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ।

২ ( নভেম্বর) সোমবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যতে উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান মাহমুদ জানান, জনমনে বিভ্রান্তি সৃষ্টি সহ আমার পিতা ও আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ হেড কোয়ার্টার , দূর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন স্থানে মিথ্যা, কাল্পনিক ও মানহানিকর অভিযােগ দায়ের করে সামাজিক যােগাযােগ মাধ্যমে প্রচারে লিপ্ত হয়েছে একটি মহল। কিছু ভূয়া নিবন্ধন বিহীন অনলাইন পাের্টাল ও ফ্যাক ফেইসবুক আইডির মাধ্যমে এসব অপপ্রচার চালানাে হয়েছে, যার কোন অস্তিত্বই নেই ।

আমার পিতা ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০১ সাল পর্যন্ত সমগ্র ত্রিশালে যে উন্নয়ন কর্মকান্ড করেছিলেন তা ত্রিশালের জনগণসহ সর্বমহলে স্বীকৃত। দীর্ঘ আঠার বছর ত্রিশাল উপজেলা ছিলাে উন্নয়ন বঞ্চিত। ২০১৮ সালের ডিসেম্বরে আমার পিতা পুণরায় দলের মনােনীত প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত ২২ মাসে ত্রিশালে উন্নয়নের জোয়ার বইতে শুরু করেছে। ত্রিশালের সর্বস্তরের মানুষ তাকে উন্নয়নের রূপকার হিসাবে শ্রদ্ধা করেন। আমি বাবার রাজনীতির সুবাধে ২০০১ সাল থেকে রাজনৈতিক সকল কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছি।
কয়েক দিন পূর্বে সামাজিক যােগাযােগ মাধ্যম ফেইসবুকে আমার নাম করে একটি অডিও ক্লিপ প্রকাশিত হয়, যাহা আমার বােধগম্য নয়। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে ও আমার পরিবারকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্তে লিপ্ত রয়েছে। উল্লেখিত বিষয়ে আমি বা আমার পরিবার কোন ভাবেই জড়িত নই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সারাদেশে যে সকল দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড করছেন তারই ধারাবাহিকতায় ত্রিশালের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী সাহেবের নেতৃত্বে ত্রিশালে সর্বক্ষেত্রেই উন্নয়নের জোয়ার বইছে সে উন্নয়ন কার্যক্রমকে অপপ্রচারের উদ্দেশ্যে নির্বাচিত সংসদ সদস্য, দল ও সরকারের ভাবমূতি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান, আবুল কালাম,পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক মোখছেদুল আমীন,ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com