October 1, 2023, 2:29 pm
খুলনা থেকে স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:
মানষিক বিকাশ ও শাররীক উৎকর্ষ সাধনে খেলা ধুলার গুরুত্ব
অপরিসীম।একজন খেলোয়ার্ড ভালো ক্রিড়া নৈপুন্য দেখিয়ে আন্তজার্তিক অঙ্গনে দেশের মান উজ্বল করতে পারে।সুস্হ সবল দেহ গঠনে ও মনকে প্রফুল্ল রাখতে সকল কে খেলা ধুলার
চর্চা করতে হবে।
খুলনার দাকোপের লাউডোব বাদামতলা মাঠে ২য় জয় স্বৃতি ১৬ দলীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধনী সভায় প্রধান অতিথির বক্তিতায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কায্য নির্বাহী সদস্য অ্যাডঃগ্লোরিয়া সরকার ঝর্ণা এমপিএসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে খেলা আয়োজক কমিটির সভাপতি বিদুৎ কবিরাজের সভাপতিত্বে ও সিদ্দার্থ সরকারের সন্চলানায় ম্যাচ টি উদ্ধোধক করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজিত কুমার রায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মানষ রায়,প্রধান শিক্ষক সুকল্যান রায়,প্রভাষক নিত্যানন্দ সরদার,টিভি বাংলার খুলনাজেলা প্রতিনিধি স্বপন কুমার রায়,৩৩ প্লোডারের পানি ব্যবস্হাপনা এস্যোসিয়েশনের সভাপতি রবার্ট হালদার,