October 2, 2023, 4:30 am
মোঃফোরকান স্টাফ রিপোর্টার :-
মানবতার খোঁজে আমরা (স্বেচ্ছাসেবী সংগঠন) এর উদ্যেগে বৃক্ষরোপন সপ্তাহ শুরু।
সংগঠনের সভাপতি হান্নান সরকারের সভাপতিত্বে আজ ফেনী সরকারি কলেজ আঙ্গিনায় বৃক্ষরোপন সপ্তাহ উদ্বোধন করা হয়,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী,ফেনী সরকারি কলেজ উপাধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন, ফেনী পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুর রহমান হানিফ,পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু,ফেনী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক রবিউল হক রবিন,ফেনী কলেজ ছাত্র সংসদের এজিএস রাজন হাজারী,
এতে” মানবতার খোঁজে আমরা” এর সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন শিবলু ও সহযোগী সংগঠন “বন্ধুমহল ব্লাড ডোনেট ফাউন্ডেশন” এর সভাপতি আকবর হোসেন রুবেলের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আবু সুফিয়ান অভি ও বন্ধুমহল ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আবু জাফর বাবু ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ,
এই কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে সপ্তাহব্যপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচি পরিচালিত হবে।
এমন কার্যক্রমকে স্বাগত জানিয়ে ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী বলেন ভবিষ্যতে যে কোন কার্যক্রমে সংগঠনের পাশে থেকে সহযোগিতা করবেন। সংগঠনের সভাপতি হান্নান সরকার সকল অতিথিকে উপস্থিত থেকে কর্মসূচি শুভ উদ্বোধন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।