October 1, 2023, 3:17 pm
শেখ হুমায়ূন আহমেদ , হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলম মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।অপর দিকে হবিগঞ্জের শাখাইয়ে পিকআপ ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী এক ব্র্যাক কর্মী নিহত হয়েছে।
জানা যায় যে, সোমবার ১৮ জানুয়ারি সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে-ইন হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আলম মিয়া মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের মৃত অনু মিয়ার ছেলে।মাধবপুর হাইওয়ে পুলিশ এস আই মনির জানান, সকাল নয়টার সময় মাধবপুর থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আলাল মিয়া নিহত হয়েছে। অপর দিকে সোমবার ১৮জানুয়ারী সকাল সাড়ে ৮টায় লাখাই উপজেলার লাখাই বুল্লা শাখার ব্র্যাক কর্মী এসএম কেরামত আলী( ৪০)নামে এক ব্যাক্তি বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে মনতৈল নামক এলাকা পৌঁছলেই পিকআপ ট্রাক দিয়ে চাপা দিলে গুরুতর আহত হলে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্র্যাক কর্মীর পরিচয় ময়মনসিংহের হালিয়া উপজেলায়। ময়নাতদন্তের পর তার লাশ কেরামতের পরিবারের নিকট সমঝিয়ে দেয়া হবে বলে ব্র্যাক কর্তৃপক্ষ জানান।