September 23, 2023, 12:38 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ প্রদান জলঢাকায় ৪শ বোতল ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে ফুলবাড়ীবাসী পাইকগাছায় জন্ম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত জমজ তিন শিশু কন্যা : অর্থ সংকটে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ রংপুরে স্বপ্ন জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু টাকা দিয়ে দফারফা রংপুরে তৃপ্তি নামে এক নারীর রহস্যজনক মৃত্যু চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের ফুলের শুভেচ্ছা বিনিময় হরিপদ কাপালী বাংলাদেশ১৯৯৬ সালে ধানের নতুন যে তিনি উদ্বোধন করেন

মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত ধর্ষক গ্রেপ্তার

রশিদুল ইসলাম পাটগ্রাম প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সপ্তম শ্রেণির এক মাদরাসাছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই ছাত্রীর দাবি, সে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় মেয়েটির মা পাটগ্রাম থানায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) একটি মামলা দায়ের করেন। ওই দিন পাটগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওই যুবকের নাম নুর ইসলাম বাবু (৩৫)। তিনি জোংড়া ইউনিয়নের ইসলামপুর এলাকার কাশেম আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জোংড়া ইউনিয়নের ইসলামপুর এলাকার সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রী চার-পাঁচ মাস আগে বাড়ির পাশে রেললাইনের ধারে বিকেলে ছাগল আনতে গেলে একই এলাকার কাশেম আলীর ছেলে নুর ইসলাম বাবু (৩৫) ফুসলিয়ে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে ওই ছাত্রীকে মেরে ফেলার হুমকি দিয়ে পরবর্তী সময়ে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের শিকার মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দিলে তার চাচি মেয়েটির কাছে বিষয়টি জানতে চান। মেয়েটি জানায়, প্রতিবেশী নুর ইসলাম বাবু তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে।
মেয়েটির (ছাত্রীর) মা বাদী হয়ে বৃহস্পতিবার ২২ অক্টোবর পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নুর ইসলাম বাবুকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বৃহস্পতিবার মেয়েটির মা পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com