October 2, 2023, 4:02 am
মোঃ ইসমাইল হোসেন(স্টাফ রিপোর্টার মাগুরা):আজ ২১ অক্টোবর বুধবার বিকেল পাঁচটায় মাগুরা সদর হাসপাতালের পশ্চিম পাশের সাহা ফার্মেসিতে মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নতুন জনপ্রিয় মাদক ওপেফিন ও এফিডিন ইঞ্জেকশন জব্দ করে। এই সময় সরাসরি মাদক বিক্রেতা দোকানদার উৎপল (২৫) কে গ্রেফতার করা হয় এবং একইসঙ্গে মাদক ক্রেতা মাগুরা জেলা পাড়ার আকরাম খানকে গ্রেফতার করা হয় এবং দোকানে রাখা অন্তত তিনশ পিস ইনজেকশন জব্দ করা হয়। মাগুরা মাদকদ্রব্যের সহকারী পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়ের এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
উল্লেখ্য মাগুরা হাসপাতাল পাড়া ও কাউন্সিল পাড়ার অলিতে গলিতে দীর্ঘদিন ধরে মাদক সেবীরা যত্রতত্র এই ইনজেকশনগুলো ব্যবহার করে আসছিল। প্যাথেড্রিন, ইয়াবা ও ফেনসিডিল দুষ্প্রাপ্য হয়ে যাওয়ার কারনে মাদকসেবীরা দীর্ঘদিন ধরে সস্তায় এই ইনজেকশনগুলো বিনা প্রেসক্রিপশনে দ্বিগুণ দামে সাহা ফার্মেসি থেকে ক্রয় করত।